ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

মারা গেছেন সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী 

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৪, ২৭ মে ২০২২ | আপডেট: ১৫:৪১, ২৭ মে ২০২২

Ekushey Television Ltd.

বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক এবং সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার (২৭ মে) দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে গৌতম চক্রবর্তীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

এর আগে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গৌতম চক্রবর্তী। কিন্তু অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

গৌতম চক্রবর্তী টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষাজীবনে এলএলবি পর্যন্ত পড়াশোনা করেছিলেন। তিনি ১৯৯৬ ও ২০০১ সালে টাঙ্গাইল-৬ (নগরপুর-দেলদুয়ার) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি